মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের আরবপুর ইউনিয়নের চানপাড়া মাঠে পূর্ব শত্রুতার জেরে শামীম হোসেন (৬৫) নামের এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার আহত শামীম হোসেন যশোরের এড়ান্দা বটতলা এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
তিনি জানান, দীর্ঘদিনের পুরানো বিরোধকে কেন্দ্র করে পাকদিয়া এলাকার সুমন (৩০) ও ভেকুটিয়া এলাকার কিতাব আলী (৪০) এর সঙ্গে তার কথা–কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজন মিলে কোদাল দিয়ে তার মাথায় কুপিয়ে গুরুতর আহত করে।স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন আশঙ্কামুক্ত।ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।