 
							
							 
                    মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রোববার দুপুর থেকে শহরের টাউন হল মাঠে জমায়েত হতে থাকেন জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাদ্যের তালে তালে শ্লোগান দিতে দিতে নেতাকর্মীরা যোগ দেন র্যালিতে। নারীরা লাল-সবুজ শাড়ি, আর পুরুষেরা লাল, সবুজ ও হলুদ রঙের ক্যাপ পরে অংশ নেন। হাতে ছিল জাতীয় পতাকা ও রঙিন প্ল্যাকার্ড। এতে গোটা শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।বিকেল ৫টায় টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়। শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিনএই স্লোগানে মুখরিত হয়ে ওঠে যশোর শহর।এর আগে টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।বিশেষ অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন,আজ দেশে গণতন্ত্রের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছে। চারদিকে ফ্যাসিবাদী প্রতিধ্বনি শোনা যাচ্ছে। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন শুধু ক্ষমতায় থাকার জন্য। দিনের ভোট রাতে হয়েছে, জনগণের সামনে দাঁড়িয়ে ভোট দেওয়ার সাহস তার কখনোই ছিল না। জনগণের শক্তিকে তিনি ভয় পান, বিএনপিকে তিনি ভয় পান।তিনি আরও বলেন, একটি গোষ্ঠী এখন আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে জুলুম-নির্যাতন বিএনপিকে দুর্বল করতে পারেনি, বরং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হয়েছে।অমিত প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা যে বাংলাদেশ গড়তে চাই সেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, দারিদ্র্য থাকবে না।
থাকবে আইনের শাসন, মানবাধিকার ও স্বাধীন গণমাধ্যম। জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই সেই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য রাখেন।প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে সকালে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালিত হয়। আগামীকাল ও পরশু জেলার বিভিন্ন উপজেলায় আরও নানা কর্মসূচির আয়োজন করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।