মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সার্কিট হাউস থেকে নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে ভিআইপি সুবিধা গ্রহণের চেষ্টাকালে মো. আব্দুস সালাম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে সার্কিট হাউস কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ে তিনি প্রতারক হিসেবে চিহ্নিত হন এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ নভেম্বর, ২০২৫)। আটক আব্দুস সালামের বাড়ি যশোর মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামে। এর আগেও তিনি বিভিন্ন সময় নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
সার্কিট হাউস সূত্রে জানা যায়, বুধবার সকালে আব্দুস সালাম সার্কিট হাউসের মোবাইল নম্বরে কল করে নিজেকে অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দেন। তিনি জানান, তিনি ঢাকা থেকে যশোরে আসছেন এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি যশোর রেল স্টেশনে সরকারি গাড়ি পাঠানোর নির্দেশ দেন।
আব্দুস সালামের নির্দেশনা অনুযায়ী, সার্কিট হাউস কর্তৃপক্ষ সরকারি গাড়ি পাঠিয়ে তাকে সার্কিট হাউসে নিয়ে আসেন।কিছুক্ষণের মধ্যেই সার্কিট হাউস কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা বিভিন্ন মাধ্যমে আটক ব্যক্তির পরিচয় যাচাই শুরু করেন। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে, আব্দুস সালামের দেওয়া অতিরিক্ত সচিবের পরিচয়টি সম্পূর্ণ মিথ্যা।
এরপর সার্কিট হাউস কর্তৃপক্ষ তাকে আটক করে রাখেন। খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস.এম শাহীনসহ কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেন।প্রতারক হিসেবে চিহ্নিত হওয়ার পর, সার্কিট হাউস কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় খবর দেয়।এ যশোর বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।সূত্র জানায়, আটক আব্দুস সালামের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন সরকারি পরিচয় ব্যবহার করে ভিআইপি সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে। তার ঢাকা সচিবালয়েও অবাধ বিচরণ ছিল বলে জানা যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।