মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকায় গোলাম রসুল নামে এক যুবককে গলা কেটে ও পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় ওই যুবক নিজের গলায় গামছা পেঁচিয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছান।
আহত গোলাম রসুল যশোর সদর উপজেলার বেনেয়ালি গ্রামের নেছার উদ্দিনের ছেলে। তবে ঠিক কী কারণে তার ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যুবক নিজেই গামছা দিয়ে ক্ষতস্থান চেপে ধরে হাসপাতালে হাজির হন। অবস্থা এতটাই গুরুতর ছিল যে, তিনি কথা বলতে পারছিলেন না। পরে চিকিৎসকদের দেওয়া একটি চিরকুটে তিনি লিখে জানান যে আমিন নামের এক ব্যক্তি তাকে জখম করেছে এবং এ সময় তপু ও সবুজ নামে আরও দুইজন সেখানে উপস্থিত ছিল। চিরকুটে একটি মোবাইল নম্বরও লিখে দেন। প্রাথমিক ব্যান্ডেজ করার পর তার কথা বলার শক্তি আর ছিল না।চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কাটার চেষ্টা ছাড়াও পেটে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
যশোর কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।