মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শহিদ জয়ের সহধর্মিণী শামীমা আক্তার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন।
পারিবারিক সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শহিদ জয়ের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে স্ট্রোকজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শামীমা আক্তারকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিইউ এইচডিইউ–সংলগ্ন ডায়ালাইসিস ইউনিটের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল।চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে যশোরের সাংবাদিক মহল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।শামীমা আক্তার ছিলেন একজন পর্দানশীল, বিনয়ী ও ধর্মপরায়ণ নারী। তাঁর ইন্তেকালে পরিবারে নেমে এসেছে অপূরণীয় শূন্যতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে সাংবাদিক শহিদ জয় লিখেছেন আমার সহধর্মিণী আর বেঁচে নেই।এদিকে তাঁর ইন্তেকালে যশোর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।