মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার হামিদপুর মাঠপাড়া এলাকায় এক নৈশপ্রহরীর ওপর সন্ত্রাসীরা রড ও চাকু দিয়ে হামলা চালিয়ে আহত করেছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ রাত ১২ টার কাছাকাছি সময় হামিদপুর মাঠপাড়া বালির মাঠ এলাকায় ।আহত ব্যক্তির নাম মহাসিন আলী ৫৫। তিনি মৃত জমির উদ্দিন সরদারের পুত্র। গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়ার বাজার ইউনিয়নের বাদনডাঙ্গা গ্রামে।
বর্তমানে তিনি যশোর সদর উপজেলা হামিদপুর শিকদারপাড়া গোলাম মওলা বকশের বাড়িতে বসবাস করে এবং পেশায় একজন পুকুরের নৈশপ্রহরী।স্থানীয় সূত্রে জানিয়েছেন, রাতে পুকুর পাহারা দিতে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয়ের দুইজন ব্যক্তি তার গতিরোধ করে। এরপর তারা রড দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে দিয়ে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।সেই সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় উদ্ধার করে রাত ১ টার সময় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালে সঙ্গে আসা ভাগ্নে জানান,মামা খুবই শান্ত মানুষ, কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। কে বা কারা এভাবে হামলা করল, তা আমরা বুঝে উঠতে পারছি না।যশোর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাটির বিষয়ে অবগত হয়েছে এবং ইতোমধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।