 
							
							 
                    নিজস্ব প্রতিবেদক।। ৩১ শে আগস্ট বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে খুলনা মহানগর যুব অধিকার পরিষদ একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
চার শতাধিক নেতা কর্মী নিয়ে র্যালিটি খুলনা নগরীর শান্তি ধাম মোড় থেকে শুরু করে ফেরীঘাট মোড় ঘুরে ডাকবাংলা হয়ে পূনরায় শান্তি ধাম মোড় এসে আলোচনা সভা ও কেক কাঁটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর সভাপতি, এইচ এম তাজুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাইজি হোসেন। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর গণঅধিকার পরিষদের সভাপতি-বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক -আলহাজ্ব রাশেদুল ইসলাম (এসকে রাশেদ), যুগ্ম সাধারণ সম্পাদক- রবিউল ইসলাম পলাশ, শাহিন আহমেদ ও অ্যাডভোকেট মালা। খুলনা জেলা গণঅধিকার পরিষদের সদস্য জাহিদুল ইসলাম, শাকিল আহমেদ, মোহাম্মদ মিঠু তালুকদার। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েত শেখ সম্রাট, তামিম, রবি, রাকিব , অভি ও ইব্রাহিম হোসেন। খুলনা জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক – সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নগর যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল, সহ-সভাপতি খায়রুল ইসলাম সহ খুলনা মহানগর এর আওতাধীন সকল থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।