1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
লোহাগড়ায় রাস্তা বন্ধ করে প্রতিবেশীর দেয়াল নির্মাণ, চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি - Khulnar Khobor
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনী জাহাজ পিএনএস সাইফ (PNS SAIF) যশোর-নড়াইল মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ আহত মোটরসাইকেল আরোহী ডুমুরিয়ার দর্শক নন্দিত সামাজিক যাত্রাপালা বেদের মেয়ে জ্যোৎস্না অনুষ্ঠিত লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন দুর্যোগ প্রবন কয়রার অসহায় মানুষের কল্যানে কাজ করতে হবে কেশবপুরে খতিব ও উলামা মাশায়েখ মতবিনিময় সভা অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত – ২ কয়রায় কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা অল্প সম‌য়ে পাঠকের অন্তরের জায়গা করে নিয়েছে কালবেলা বিএনপি বাংলাদেশে ভেসে আসা দল নয় বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পিকে বিজয়ী করতে কর্মী সভা নওগাঁ মান্দায় অবৈধ বালু উত্তোলনকারীদের বালু জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রয় যশোর শার্শায় গ্যাস ট্যাবলেট সেবনে তরুণীর মৃত্যু খুলনার খবরের বার্তা প্রধান এফ.এম.আজাদকে অব্যাহতি দিঘলিয়ায় নিজ দোকানের সামনে চাচাতো ভাইদের হামলায় দোকানদার গুরুতর আহত মোল্লাহাটে জামায়াতের কর্মীসভায় ঐক্যের ডাক আজিজুল বারী হেলালকে খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করায় শোকরানা দোয়া অনুষ্ঠান  বোয়ালমারীতে নিতাই রায় চৌধুরীর গাড়ী আটকে বিক্ষোভ বটিয়াঘাটা উপজেলা কৃষিঅধি দপ্তরে কৃষকদের মাঝে  সার ও বীজ বিতরণে শুভ উদ্বোধন অনুষ্ঠিত ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে কে, কে কে, বি দারুস সুন্নাহ কওমী মাদরাসায় পুনর্মিলনী অনুষ্ঠিত

লোহাগড়ায় রাস্তা বন্ধ করে প্রতিবেশীর দেয়াল নির্মাণ, চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৮৬৬ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া পৌরসভার ফয়েজ মোড় এলাকার মসজিদ পাড়ায় রাস্তা বন্ধ করে জমির মালিক দেয়াল নির্মাণ করায় প্রতিবেশীর চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। দীর্ঘ ১০ বছর ধরে এই অবস্থা চললেও জমির মালিক সমস্যা সমাধানে কোন কর্ণপাত করেছেন না বলে ভুক্তভোগীসহ প্রতিবেশীদের অভিযোগ।

দুর্ভোগের শিকার ফয়েজ মোড় এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সবুর সরদার গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, বিগত ২০১৪ সালে লোহাগড়া মৌজায় ৮১০ নং দাগে ১২৫২ খতিয়ানে মসজিদপাড়ার মৃত বুদোই বিশ্বাসের মেয়ে বাছিরন নেছার কাছ থেকে আমার ছেলে ইমামুল সরদারের নামে সোয়া ৩ শতাংশ জমি ক্রয় করা হয়। জমি কেনার সময় জমির মালিক বাছিরন নেছা চলাচলের জন্য রাস্তা বাবদ ৩ ফুট জায়গা ছেড়ে দেওয়ার কথা থাকলেও আমাদের বাড়ির সামনের জমির মালিক পার্শ্ববর্তী পারমল্লিকপুর গ্রামের জামাল ভূইয়া চলাচলের রাস্তার জন্য বরাদ্দকৃত ৩ ফুট রাস্তা না দিয়ে উল্টো চলাচলের রাস্তার ওপর দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এতে করে করে আমার পরিবার পরিজনসহ প্রতিবেশীদের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে , দুর্ভোগের শিকার পরিবারটি চলাচলের রাস্তার অভাবে বাধ্য হয়ে পানি কাঁদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। শুধু তাই নয়, চলাচলের রাস্তা না থাকায় ওই এলাকার মানুষজনদের যাতায়াতে সমস্যা হচ্ছে।

প্রতিবেশী আকতার বিশ্বাস ও তার বড় ভাই আঃ শুকুর বিশ্বাস বলেন, চলাচলের জন্য রাস্তা পাওয়া প্রতিটি মানুষের নাগরিক অধিকার। দুর্ভোগের শিকার পরিবারটি দীর্ঘদিন ধরে এই বাড়িতে বসবাস করে আসছে। জমির মালিক রাস্তা না দিয়ে তাদের চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা চাই তাদের চলাচলের রাস্তা দেওয়া হোক।

ভুক্তভোগী সবুর বিশ্বাসের স্ত্রী আসমানী বেগম কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে বলেন, বাড়িতে জলাবদ্ধতা থাকায় আমার পরিবারের সদস্যরা ডেঙ্গু জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। রাস্তার অভাবে আমরা চরম দুর্ভোগের মধ্যে বসবাস করছি। রাস্তার অভাবে প্রতিবেশীসহ আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে আসতে চায় না। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট চলাচলের রাস্তা পাওয়ার জন্য দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে জমির মালিক মোঃ জামাল ভূইয়ার ছেলে মোঃ ইউসুফ ভূইয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ওই পরিবারকে উত্তর পাশ দিয়ে চলাচলের জন্য রাস্তা দেওয়া হয়েছে। এছাড়া আমি যখন বাড়ি নির্মাণ করবো, তখন তাদের চাওয়া মতে ওই পরিবারকে স্থায়ীভাবে চলাচলের জন্য রাস্তা দেওয়া হবে।

এ বিষয়ে লোহাগড়া পৌর সভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র’র দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।