খুলনার খবর।। খুলনার শিববাড়ি মোড়ে আজ রোববার সন্ধ্যা ৭টায় শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রজনতা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কবিতা আবৃত্তি, শহীদ গান পরিবেশন এবং মোমবাতি জ্বালিয়ে শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যান।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রজনতা অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের ১৭ দিন পেরিয়ে গেলেও এখনো শহীদ হাদীর খুনিদের গ্রেফতার করতে পারেনি দেশের আইনশৃঙ্খলা বাহিনী।
তারা দাবি জানান, ভারত থেকে শহীদ হাদীর খুনিকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তাসলিমা জাহান বলেন, হাদীর খুনিরা কেন এখনো গ্রেফতার হচ্ছে না—আমরা এর জবাব চাই। এসময় উপস্থিত ছিলেন মো. মিরাজ হোসেন, আহম্মেদ হামীম রাহাত, মুশফিকার শামস মেনান, ফয়সাল শেখ, আরাফাত হোসেন, রুপম, আজাদুল হক, তামিম হাসান লিয়ন, নাইম ইসলাম, শাম্মি, লামিয়া সুরাইয়া দিবা প্রমুখ।
যদি দ্রুত গ্রেফতার না করা হয়, তাহলে আমরা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হব।
প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে। ছাত্রজনতার পক্ষ থেকে জানানো হয়, শহীদ হাদীর বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।
এ কর্মসূচিতে এমটি দাবি খুলনার ছাত্রজনতা সক্রিয়ভাবে অংশ নেয়।
এর আগে ক্লাব মঞ্চের ব্যানারে খুলনা জেলা প্রশাসক কার্যালয় সামনে অবস্থান ও অনেশন কর্মসূচি পালন করে।
কর্মসূচি চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ও ডিসি মোঃ তাজুল ইসলাম। তার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।