অদিতি সাহা, খুলনার খবর।।আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫কে সামনে রেখে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় মোট ৭৪টি পূজা মণ্ডপের জন্য অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কেসিসির শহিদ আলতাফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেসিসি প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার প্রতিটি মণ্ডপ প্রতিনিধির হাতে চেক তুলে দেন। অনুদানের মোট পরিমাণ ছিল ছয় লাখ ৮৪ হাজার টাকা।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, পূজাকে ঘিরে নগরজুড়ে আনন্দমুখর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কেসিসি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হবে এবং তারা সংশ্লিষ্ট এলাকার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করবেন। নিরাপত্তার স্বার্থে প্রতিটি মণ্ডপে প্রবেশ ও বাহিরপথে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত ঘাটগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সেখানে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং বিভিন্ন মণ্ডপের সদস্যরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।