রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি।।যশোরের শার্শায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আলোচনা ও দোয়া আনুষ্ঠিত হয়।
১লা ডিসেম্বর সোমবার ৩ টায় শার্শা উপজেলার বাগআচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাগআচড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক বিষদ আলোচনা করেন,
উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা ও বিএনপির সাবেক সফল সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সহ সভাপতি ওসমান গনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ মোস্তফা কামাল মিন্টু।প্রভাষক মামুনুর রশীদ, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসি উদ্দিন জিন্নাহ, ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম খান চয়ন,
বিএনপি নেতা মাষ্টার সাহেব আলী, অলিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, মহসিন আলী মন্টু, রুহুল আমীন, সাইদুরজামান, যুবদলের কবীর হোসেন, সবুজ হোসেন, আব্দুর রশীদ সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দেশের সার্বভৌমত্বের রক্ষায় বিশেষ ভাবে দোয়া পরিচালনা করেন বাগআচড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শহিদুল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।