মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি।।যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
বুধবার (২০ই) আগষ্ট বিকাল ৪ টায়, উপজেলার বাগআচড়া বাজারে অনুষ্ঠিত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম হোসেন আশার সঞ্চালনায় আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্ট আলহাজ্ব খাইরুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুজ্জামান লালটু উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু,, সাংগঠনিক সম্পাদক ২ সালাউদ্দিন ও তাজউদ্দীন।
এ সময় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত ১৬ টি বছর এই স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি’র অংগ সংগঠনের কোন দলে ই জাকজমকপূর্ন ভাবে ও প্রকাশ্যে এই শার্শার মাটিতে প্রতিষ্ঠা বার্ষিকী সহ কোন কর্মসূচি পালন করতে পারে নাই।
গত ৫ই আগস্ট ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যন্থানে পর, এই প্রথম এই দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে।
বক্তারা এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজজোহা সেলিম,, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, কবীর হোসেন, মনিরুল ইসলাম মনি, সবুজ হাসান, আল মামুন বাবলু, আব্দুর রশিদ, বেনাপোল পৌর যুবদলের মফিজুর রহমান বাবু,
শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, পৌর ছাত্রদলের আরিফুল ইসলাম আরিফ,, সিনিয়র যুগ্ন আহবায়ক মোইাইমিনুল সাগর সহ শার্শা উপজেলার ১১ টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব সহ উপজেলা বিএনপির অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
বক্তব্য শেষে শার্শা উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত স্বেচ্ছা সেবক দলের উৎসুক নেতাকর্মীরা ব্যান্ড বাজিয়ে, বিভিন্ন রংবেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে বাগআচড়া বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।