নিজস্ব প্রতিবেদক।। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মোঃ শাহরিয়ার হাসান রিফাতের করা গত ১৯ জুন ২০২৫ তারিখের খুলনা সোনাডাঙ্গা থানায় জিডি নং ১২০২ মোতাবেক ইউনিভার্সিটির ট্রাস্টি সিরাজুল হক চৌধুরী, সাবেক ভিসি শেখ মো: এনায়েত উল্লাহ বাবর, সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহিদা খানম ও তার স্বামী মোঃ শফিক কাসফুদ্দোজা কাফীর বিরুদ্ধে সম্প্রতি সমন জারি করে আদালত। তার পরিপ্রেক্ষিতে ২১ আগস্ট ২০২৫ তারিখে আদালতে হাজির হন সাবেক ভিসি, সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও তার স্বামী।
কিন্তু আদালত থেকে সমন জারীর পরেও আদালতে হাজির হননি ট্রাস্টি সিরাজুল হক চৌধুরী। অন্যদিকে, আসামি ১. শাহিদা কানম ২. শফিক কাসফুদ্দোজা কাফী ৩. শেখ মো: এনায়েত উল্লাহ বাবর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, ট্রাস্টি সিরাজুল হক চৌধুরী এবং সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহিদা খানম এর একটি অনৈতিক সিসিটিভির ভিডিও ফুটেজ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে গত ১৯ জুন ২০২৫ তারিখে। উক্ত ভিডিও ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এই ঘটনায় উক্ত আসামীরা অভিযোগকারী শিক্ষার্থী মোঃ শাহরিয়ার হাসান রিফাত সহ তার সহপাঠীদের হুমকি ধামকি দেয়।
এদিকে থানায় অভিযোগের বিবরণী ও অভিযোগকারী শিক্ষার্থী মোঃ শাহরিয়ার হাসান রিফাতের সাথে কথা বলে জানা যায় উক্ত আসামিরা অন্যান্য শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে অংশ নেওয়ায় তাকে বিভিন্ন মাধ্যমে হুমকিধামকি দিয়েছিল। এমনকি তার জীবননাশের ও হুমকি প্রদান করে তারা। পরে নিজের জীবনের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দারস্ত হয়ে এই অভিযোগ দায়ের করেন বলে জানান তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।