মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের বাঘারপাড়া উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ৩০ হাজার টাকার অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে বাঘারপাড়ায় দুই প্রতারককে আটক করেছে পুলিশ যশোর বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামে প্রতারণার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহায়তায় তাদের আটক করা হয়। পরে পুলিশে সোপর্দ করলে বাঘারপাড়া থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন এবং একই গ্রামের মৃত নুর উদ্দিন শেখের ছেলে শেখ বিলাল হোসেন।স্থানীয় সূত্র ও উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, আটকরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায় একই কৌশলে প্রতারণা চালিয়ে আসছিল। সমাজসেবা কার্যালয়ের নাম ব্যবহার করে সরকারি অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে তারা জনপ্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা আদায় করতেন। পাঠান পাইকপাড়া গ্রামে একইভাবে টাকা আদায়ের চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে চেয়ারম্যানের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই প্রতারককে হাতেনাতে আটক করে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম জানান, কয়েক বছর আগেও একই ধরনের ভুয়া অনুদান ফরম দেখিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় ছিল। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করতে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়েছিল।
তিনি পুনরায় সবাইকে সরকারি অনুদানের নামে অর্থ লেনদেন না করতে এবং এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। যশোর বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি সরকারি অনুদানের নামে কেউ অর্থ দাবি করলে সংশ্লিষ্ট দপ্তরে যাচাই করে নেওয়ার জন্য সাধারণ জনগণকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।