খুলনার খবর।।আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আজ ৩০ আগস্ট (শনিবার) খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, জাতিকে অনুপ্রাণিত করতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ সমুন্নত রাখা উচিত।
শনিবার খুলনা প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের গুজবের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এক সময় যারা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করেছিলেন, তাদের ব্যাপারে সাংবাদিকদের সতর্ক থাকারও আহ্বান জানানো হয়।
খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু, সহ সাংবাদিকবৃন্দ প্রমুখ।
জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে আলোচনা শুরু হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনার মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।