মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক লোকসমাজের যশোর শার্শা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার ২৮ সেপ্টেম্বর যশোরের শার্শা বাজারে সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক বৃন্দ ।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নির্ভীক সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা সংবাদপত্রের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ। তারা অবিলম্বে সাংবাদিক মনিরুল ইসলাম মনির নিশর্ত মুক্তি দাবি জানান। বক্তব্য আরও বলেন, সাংবাদিকদের কলম রোধ করে সত্য গোপন করা যাবে না কোনোভাবেই সংবাদপত্রের স্বাধীনতা হরণ করতে দেওয়া হবে না।
সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ জানানো হবে।মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।