খুলনার খবর।।আজ ৩ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জাতীয় কাবাডি লীগ ২০২৫-এর ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ পুলিশ কাবাডি নারী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলকে ৩৬–৩১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ নারী কাবাডি দল।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: সেলিম ফকির, এনডিসি, অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সম্পাদক বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব; ব্রিগেডিয়ার জেনারেল জনাব সৈয়দ মো: মোতাহের হোসেন এনডিসি ও চেয়ারম্যান জাতীয় কাবাডি পুরুষ ২০২৫ ও সহ-সভাপতি বাংলাদেশ কাবাডি ফেডারেশন; জনাব আব্দুল্লাহ আল নোমান, সহ-সভাপতি বাংলাদেশ কাবাডি ফেডারেশন; ইসরাইল হাওলাদার, জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ কাবাডি ফেডারেশন; লে. কর্নেল এ বি এম শাহ্ রেজা, পরিচালক ক্রীড়া, বর্ডার গার্ড বাংলাদেশ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।