খুলনার খবর।।আধুনিক চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রাইম হাসপাতাল-এর শুভ উদ্বোধন ৭ই জানুয়ারী ২৬ বিকাল ৫:৩০ অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নজরুল ইসলাম মঞ্জু (বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খুলনা-২) ।
উদ্বোধনকালে তিনি বলেন, “দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে বেসরকারি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে প্রাইম হাসপাতাল এই অঞ্চলের মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করবে বলে আমি আশাবাদী।”তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সরকারি ও বেসরকারি উভয় খাতের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। প্রাইম হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।উল্লেখ্য, প্রাইম হাসপাতালে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, অভিজ্ঞ চিকিৎসক দল এবং উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।