 
							
							 
                    রিয়াজুল ইসলাম রিয়াজ,খুলনার খবর।।বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান।” অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রানদায়ী বৃক্ষরাজি। ফিরিয়ে দাও সে অরণ্য, লও এ নগর” – কবির এ আবেদন যেন আজ অরণ্যে রোদন এ পরিণত হয়েছে। কেননা অরণ্য দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে মানুষের কুঠারের আঘাতে।
প্রকৃতিকে সবুজে শ্যামলে শুশোভিত করতে দেশের বেসরকারী ব্যাংক সিটি ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে।সিটি ব্যংক বৃক্ষোরপন কেন্দ্রীয় অফিসের কার্যক্রম হিসেবে ২৭ আগষ্ট বুধবার সকাল ১০ টায় বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় ও পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনষ্টিটিউটে এ বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হেলেঞ্চা বাজার আউটলেট সত্ত্বাধিকারী, জাবের শেখ,এজেন্ট মনিটরিং অফিসার বিল্পব কুমার শর্মা, হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহিদুজ্জামান (ভারপ্রাপ্ত) ও সহকারি শিক্ষক বৃন্দ। পাকুড়িয়া জাভেদ পারভেজ ইনষ্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন ও সহ সহকারি শিক্ষক বৃন্দসহ ছাত্রছাত্রীবৃন্দ।
সিটি ব্যাংক হেলেঞ্চা বাজার আউটলেটের সত্বাধিকারী জাবের শেখ বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। তবে গাছপালা লাগানো নয়, গাছ কাটার দিকেই আমাদের ভ্রুক্ষেপ বেশি লক্ষ্য করা যায়। সিটি ব্যাংকের এমন আয়োজনের সাথে থাকতে পেরে ভাল লাগছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।