খুলনার খবর।। আজ ৪ জানুয়ারি ২০২৬ তারিখ রবিবার বিকালে খুলনা মেট্রোপলিটন সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অগ্রগামী দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দকে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত পরিকল্পনা এবং মাঠপর্যায়ের প্রস্তুতির বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। একইসাথে দেশি ও বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কেএমপির দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
কেএমপি কমিশনার আরও জানান, ইতোমধ্যেই নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। এসব প্রস্তুতি নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ কেএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।