মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।সমাজসেবার লক্ষ্য, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ’ এই চেতনাকে সামনে রেখে খুলনার কয়রায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। ইউনিয়ন সমাজকর্মী মোঃ ইয়াছিন আলী-র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সমাজের অনগ্রসর ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের নানামুখী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি,কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রান্তিক মানুষ আজ স্বাবলম্বী হচ্ছে। সমাজসেবা অফিস কেবল ভাতার কার্ড বিতরণ নয়, বরং দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার গোপাল চন্দ্র মন্ডল, শিক্ষক আরিফুল ইসলাম ছানা এবং সমাজসেবা কর্মী মোঃ রিয়াজুল ইসলাম, আবু সাইদ, দেব প্রসাদ মন্ডল ও আলমগীর হোসেনসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।