মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।। খুলনার কয়রা উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করার প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ওই গ্রামের মৃত প্রফুল্ল বিশ্বাসের পুত্র বিঞ্চুপদ বিশ্বাস। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিঞ্চুপদ বিশ্বাস বলেন, গত ১৪ ডিসেম্বর তার প্রতিপক্ষ সুপদ বিশ্বাস সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তিনি দাবি করেন, প্রকৃত ঘটনা আড়াল করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ করা হয়েছে।
তিনি জানান, তিনি পৈত্রিক সূত্রে প্রাপ্ত কয়রা মৌজার ৮৯৮ নম্বর খতিয়ানের ৮১৯ নম্বর দাগে মোট ২ দশমিক ৮০ একর জমিতে দীর্ঘদিন ধরে বসবাস ও ধান চাষাবাদ করে আসছেন। দলিল ও খতিয়ান অনুযায়ী তার প্রতিপক্ষ সুপদ বিশ্বাসদের ওই ৮১৯ নম্বর দাগে কোনো জমির মালিকানা নেই বলে তিনি দাবি করেন। এরপরও তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।
বিঞ্চুপদ বিশ্বাস আরও বলেন, জমি দখলকে কেন্দ্র করে গত ১১ ডিসেম্বর কয়রা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সুপদ বিশ্বাসসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তার কাছে থাকা ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসা শেষে বাড়ি ফিরে তিনি প্রতিপক্ষদের বিরুদ্ধে কয়রা উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানান বিঞ্চুপদ বিশ্বাস। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তিনি অভিযোগ করেন, মামলা থেকে রেহাই পেতেই প্রতিপক্ষরা তার বিরুদ্ধে সেলাই মেশিন ভাঙচুর ও জমি দখলের মতো মিথ্যা অভিযোগ তুলে তাকে হয়রানি করছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।