 
							
							 
                    স্টফ রিপোর্টার।।রাজবাড়ীর কালুখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন।
শনিবার বেলা ৩ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী,কুষ্টিয়া থেকে সরকার পরিবহন একটি বাস (ব১১০০৭০) এবং ঢাকা থেকে সুবর্ণ এগ্রো ট্রাক (ট২২ ৪৬০৮) মধ্যে সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে যাত্রী, ট্রাকচালক ও হেল্পার খুব গুরুত্বর আহত হয়েছেন তাদেরকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাস্থল থেকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।