খুলনার খবর।।বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য, এমইউজে খুলনার সাবেক সাধারণ সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন মেরুদন্ডের এল-৫ ও এস-১ সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ১১ নভেম্বর এমআরআই করার পর এ সমস্যা ধরা পড়ে।
২৩ ডিসেম্বর ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালের অর্থপেডিক্স, নিওরো ও স্পাইন সার্জন ডাঃ নাজমুস সাকিব এর তত্বাবধায়নে নগরীর সোনাডাঙ্গাস্থ হাফিজ নগরের নিজ বাড়িতে অটোট্যাকশন নিয়ে আছেন। সিনিয়র এই সাংবাদিক নেতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
এমইউজে খুলনার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মোঃ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মোঃ জাকির হোসেন ও মুহাম্মদ আবু তৈয়ব, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক এইচ এম আলাউদ্দিনকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করার জন্য আমরা দেশবাসী, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কায়মনোবাক্যে দোয়া করার আহ্বান জানাচ্ছি; আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন আমীন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।