খুলনার খবর।।নগরবাসীর নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘বাসা বাড়ির নিরাপত্তা’ শীর্ষক ভিডিও প্রদর্শনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান নগরীর দৌলতপুর পাবলা, বানিক পাড়া এলাকায় ‘বাসা বাড়ির নিরাপত্তা ’ শীর্ষক একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করেন।
ভিডিওটিতে বাসা বাড়ির নিরাপত্তা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে-যেমন:- বাড়ির চারপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখা ও অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখার পরামর্শ।- বাড়ির প্রাচীরের উপযুক্ত উচ্চতা নির্ধারণ, প্রাচীরের উপরে কাটাতার দেওয়া।- চাবি হারিয়ে গেলে নতুন তালা ক্রয়।- বাসার নিরাপত্তায় সিসি ক্যামেরার প্রয়োজনীয়তা,- রাতের বেলায় বাড়ির প্রবেশদ্বার ও আশপাশে পর্যাপ্ত আলোকসজ্জা বা লাইট জ্বালিয়ে রাখার গুরুত্ব,- দূরে অবস্থানকালে প্রতিবেশিদের জানিয়ে যাওয়া।
কেএমপি আশা করছে, ভিডিওটির বার্তাগুলো নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং এর মাধ্যমে তাদের মধ্যে বাসা বাড়ির নিরাপত্তা বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।