খুলনার খবর।।খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, খুলনা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক , সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুকে গতকাল সোমবার দলের গুলশান কার্যালয়ে সাক্ষাতে ডাকার পর থেকেই চিত্রপট পরিবর্তন হয়ে গেছে। মুলতঃ কয়েক বছর ধরে দলের মূল ধারার বাইরে থেকেই দলীয় কর্মসূচি পালন করতে দেখা গেছে সাবেক এই এমপিকে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সম্ভব্য প্রার্থীদের নিয়ে কেন্দ্রের সাক্ষাৎ অনুষ্ঠানে মঞ্জুকে আমন্ত্রণ জানায় বিএনপি। ওই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন তৃনমুলের নেতাকর্মীরা।
যাকেই প্রার্থী দেবে দল, তার জন্যই মাধে কাজ করবে ঐক্যবদ্ধ বিএনপি এমনটাই বলেছিলেন নেতাকর্মী ও সমর্থকরা।
এদিকে কেন্দ্রের ডাকের পর থেকে খুলনা-২ আসন অর্থাৎ (সদর-সোনাডাঙ্গা) এলাকায় চিত্রপট পরিবর্তন হয়ে গেছে।সর্বত্র সয়লাভ হয়ে গেছে নজরুল ইসলাম মঞ্জুর প্যানায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।