পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা এন এস এইচ দাখিল মাদ্রাসার প্রাক্তন সহ-সভাপতি আব্দুল মোতালেব মহলদার (১০০)-এর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর-২৫) সকালে মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার হলরুমে তাঁর আত্মার মাগফেরাত কামনায় ওই দোয়া অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা মারুফ বিল্লাহ খান (বড়েঙ্গা দরবার শরীফ)-এর সভাপতিত্বে এবং মাদ্রাসার জুনিয়র মৌলভী শিক্ষক আব্দুস সালাম-এর পরিচালনায় সমাজ সেবক ও মরহুম-এর জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন, মঙ্গলকোট বাসস্ট্যান্ড জামে মসজিদের সাবেক সভাপতি আঃ জলিল সরদার, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, সিনিয়র সাংবাদিক পরেশ দেবনাথ, মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ আলী খান প্রমূখ।
অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করে, মাদ্রাসার ছাত্র সাজিদুর রহমান এবং দোয়া পরিচালনা করেন, মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আব্দুল হাকিম খান। মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক, সাবেক সালিশি বিচারক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মতলেব মহলদার গত ২২ অক্টোবর বার্দ্ধক্য জনিত কারণে বসুন্তিয়া গ্রামের নিজ বাসভবনে মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়েসহ নাতি-পুতি রেখে গেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।