পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী রবিউলের ইঞ্জিন ভ্যান চুরির হওয়ায় নতুন ইঞ্জিন ভ্যান দিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। প্রতিবন্ধি রবিউল ইসলাম মঙ্গলকোট ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সাকাত সরদারের ছেলে। লোনের টাকায় নেওয়া গাড়িটির মাত্র ৪ মাস কিস্তি দিয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে নিজে উপার্জন করে জীবিকা নির্বাহ করে। সংসার তার তিন ছেলে ও এক স্ত্রী।
শুক্রবার (২২ আগস্ট-২৫) জুম্মার নামাজের আগে উপজেলা পরিষদের মধ্যে রাখা প্রতিবন্ধি রবিউল ইসলামের ইঞ্জিন চালিত ভ্যানটি চুরি হয়ে যায়। উপজেলা পরিষদে ভ্যানটি রেখে মসজিদে গিয়েছিলেন, ফিরে এসে গাড়ি না থাকার কান্নায় ভেঙ্গে পড়ে গড়াগড়ি করতে থাকেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তা নজরে নেন।
মঙ্গলবার (২৬ আগস্ট-২৫) রবিউল ইসলামকে ইউএনও অফিসে ডেকে নেয়া হয়। এক সহৃদয়বান কুয়েত প্রবাসী ব্যক্তিসহ অন্যদের সহযোগিতায় তাকে একটি নতুন ইঞ্জিনচালিত ভ্যান এবং নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়। নতুন ভ্যান এবং টাকা হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন রবিউল ইসলাম।
এ বিষয়ে ইউএনও বলেন, মানুষের কষ্টের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আশা করি নতুন ভ্যানটি রবিউলের জীবিকা নির্বাহে সহায়ক হবে।
প্রতিবন্ধী রবিউল ইসলামের ভ্যান চোরকে অবশেষে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট-২৫) দুপুরে কেশবপুর উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত চোরের নাম আশরাফুল ইসলাম। সে মনিরামপুর উপজেলার শায়লা গ্রামের বাসিন্দা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।