পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে এক সপ্তাহের ব্যবধানে পানিতে ডুবে দুটি শিশুর করুন মৃত্যু হয়েছে। উপজেলার ভালুকঘর ও পার্শ্ববর্তী বারুইহাটি গ্রামে এই দুই মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, রোববার (১৬ নভেম্বর-২৫) সকালে উপজেলার ভালুকঘর গ্রামের আনিসুর বিশ্বাসের ৩ বছরের নাতনি সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে অসাবধানতা বসত পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এর এক সপ্তাহ আগে পার্শ্ববর্তী বারুইহাটি গ্রামের তারিফ সরদারের পুতা ছেলে রায়হান (১৮ মাস) বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে গেলে তার মৃত্যু হয়।
সচেতন মহলের মন্তব্য, এই ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা আমাদের সকলকে আবারও সতর্ক করে দেয়। সকল অভিভাবক এবং স্থানীয়দের প্রতি বিশেষ অনুরোধ, শিশুদের খেলার স্থান এবং বাড়ির আশেপাশে জমে থাকা জল বা পুকুরের দিকে সর্বদা সতর্ক দৃষ্টি রাখুন। আপনার সামান্য সচেতনতা একটি মূল্যবান জীবন বাঁচাতে পারে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।