পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ-এর সাথে কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর-২৫) বিকেলে পৌর শহরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
মতবিনিময় সভায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব কে, এম আজিজুর রহমান আজিজ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, মাসুদুজ্জামান মাসুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, সাগরদাঁড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুল ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনি প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই কেশবপুর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ-কে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ত্রিমোহিনী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহির উদ্দিন, মজিদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জালাল উদ্দিন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আফছার শেখ, মঙ্গলকোট ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আশরাফ সরদার, সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল হোসেন, সুফলাকাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইউপি সদস্য কালাম শিকদার, সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম-সহ পৌর ও উপজেলার ১১টি ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।