পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, র্যালি ও প্রতিবন্ধী, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর-২৫) দুপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মঞ্জরুল হোসেন ডাবলু।
ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি ও কেশবপুর প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটি এফ)-এর চেয়ারম্যান এ.কে আজাদ (ইকতিয়ার)।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের শুরতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক প্রতিবন্ধী, দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, নির্বাহী সদস্য মাহাবুর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, সহ-প্রচার সম্পাদক আব্দুস সালাম মুর্শিদী, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, কার্য্য নির্বাহী সদস্য মাহাবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণার পর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।