পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সূর্য ঘোষ নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের করুন মৃত্যু হয়েছে। সে কেশবপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। সূর্য কেশবপুর সাহা পাড়ার সত্যজিৎ ঘোষ (মুন্না)’র ছেলে ও অরুণ ঘোষের নাতি। তার বয়স প্রায় ১১বছর।
এলাকাবাসী জানান, রোববার (২৫ সেপ্টেম্বর-২৫) সকাল ১১টার পর তাদের বাড়ি সংলগ্ন নিজেদের চায়ের দোকানে চায়ের পানি গরমের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক ওয়াটার হিটার জগে অসাবধানতা বশতঃ স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুর মৃত্যুতে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন।
বিষয়টি আরও নিশ্চিত করেছেন, এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার। বিকেলে কেশবপুর কুটিবাড়ী মহাশ্মশানে তাকে সমাহিত করা হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।