পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।।কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী পেল স্কুল ড্রেস।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর-২৫) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঁচটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ওই স্কুল ড্রেস তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
‘ভাব’ বাংলাদেশের পক্ষ থেকে কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার ৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ওই স্কুল ড্রেস দেওয়া হয়। স্কুল ড্রেস বিতরণকালে উপস্থিত ছিলেন, মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদ আলম, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রাসেল, কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার কামরুজ্জামান রাজু, ভাব বাংলাদেশের স্বেচ্ছাসেবী শাহনাজ আফরোজ প্রমুখ।
স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে শিক্ষার্থীরা বিনা মূল্যে স্কুল ড্রেস পাওয়ায় শিক্ষকরা ওই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।