পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আয়োজনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ ডিসেম্বর-২৬) অনুষ্ঠানে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল-এর সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ-এর যৌথথাবে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি যশোর-৬ (কেশবপুর) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, যশোর জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক।সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল।
আমরা সবাই একই পরিবারের সদস্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যাকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছেন, তাঁরই পক্ষে আমরা সবাই এক হয়ে কাজ করবো। ব্যক্তির চেয়ে দল বড়।সেজন্য ব্যক্তির চেয়ে দলের গুরুত্ব অনেকটা বেশি। তাই সকল হিংসা-বিদ্বেষ, ভেদাভেদ ভুলে দলের সাংগঠনিক প্রস্তুতি এবং দলীয় শৃঙ্খলা মেনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।সভার পরিশেষে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা যুবনেতা আব্দুল গফুর, জাহাঙ্গীর কবির মিন্টু, কেশবপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, সদস্য আবুল হাসান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক অহেদুর রহমান অন্তু, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রাহাদুল হাসান সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন-সহ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।