পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোর কেশবপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত চারুপীঠ একাডেমির ৪১ জন কৃতি শিক্ষার্থীকে বার্ষিক মেধা পুরস্কার দেওয়া হয়েছে। চারুপীঠ একাডেমির আয়োজনে একাডেমির কার্যালয়ে শিক্ষক, অভিভাবক, একাডেমি পরিচালনা কমিটির সদস্য ও এলাকার শিক্ষানুরাগীদের উপস্থিতিতে চিত্রাংকন, নৃত্য ও হাতের লেখা বিভাগের ওই ৪১ জন কৃতি শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বার্ষিক মেধা পুরস্কার দেওয়া হয়।
শনিবার (০৩ জানুয়ারি-২৬) দুপুরে চারুপীঠ একাডেমির সভাপতি ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, চারুপীঠ একাডেমির সভাপতি, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কাকলি দাশ। স্বাগত বক্তব্য দেন, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জি, কেশবপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কৌশিক ব্যানার্জি, মেরিন ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রশিল্পী মলয় বসু।
স্বনাধন্য এই প্রতিষ্ঠানটিতে উপস্থিত অতিথিরা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের এ অনুষ্ঠানে চিত্রাংকন, নৃত্য এবং হাতের লেখা বিভাগের ৪১ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। পুরস্কার পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা দারুন খুশি প্রকাশ করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।