পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।প্রতি বছরের ন্যায় এবারও কেশবপুরের কেন্দ্রস্থল ঐতিহ্যবাহী কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল-২০২৫ প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর-২৫) দুপুরে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অত্র বিদ্যালয় প্রাঙ্গণে ওই বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান-এর সভাপতিত্বে এবং কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিয়ার রহমান, আব্দুস সালাম, অভিভাবকের মধ্যে সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা খাতুন।
আলোচনা সভা শেষে ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন, ফারুক হোসেন, জাকির হোসেন, মাওলানা রবিউল ইসলাম, বিশ্বজিৎ কুমার কুন্ডু, আব্দুস সালাম, আশরাফুন্নেছা, লিপি দে, মাহফুজা খাতুন, রাজিয়া সুলতানাসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ১৯৫৭ সালে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুনামের সাথে অত্র বিদ্যালয়টি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালনা হয়ে আসছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।