খুলনার খবর।।খুলনায় অজ্ঞাত (২৫) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দুপুর সোয়া ১ টার দিকে ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সীমান্তবর্তী শালতা নদী থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তে খুলনার পিবিআই ও সিআইডি’র বিশেষজ্ঞ দলকে খবর দিয়েছে নৌ পুলিশ।
রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, ভদ্রা নদীর শাখা নদী শালতা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা ডুমুরিয়া পুলিশকে খবর দেয়। পরবর্তীতে থানা আমাদের ফোন দিলে আমরা ঘটনাস্থলে যায়।ভাসমান মরদেহটি নদী থেকে তুলে পাড়ে আনা হয়। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনে কালো রংয়ের একটি প্যান্ট, কালো রংয়ের গেঞ্জি এবং কালো রংয়ের হুডি পরা ছিল। দু’ থেকে তিনদিন আগের মরদেহ।
শীতের সময় হওয়ায় দেহ ফুলে ওঠেনি তবে শরীরের চামড়া কয়েকটি স্থান থেকে খসে পড়েছে। মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি’র বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে তলব করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।