খুলনার খবর।।খুলনায় অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিলের অপরাধে রেজাউল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটকে করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) খুলনা হাইওয়ে রোডের মেসার্স সুরাইয়া অটো ফিলিং স্টেশন থেকে তাকে আটক করা হয়। তিনি ওই ফিলিং স্টেশনের মালিক।হরিনটানা থানার এসআই মো. মোনায়েম মোল্যা বলেন, ‘অভিযান চালিয়ে মেসার্স সুরাইয়া অটো ফিলিং স্টেশনে অবৈধভাবে ফিলিংয়ের সরঞ্জামসহ অভিযুক্তকে আটক করা হয়। এ সময় গ্যাসের সিলিন্ডারের মুখের ক্যাপও উদ্ধার করা হয়।
মেঘনা-ফ্রেশ এলপিজি কোম্পানির খুলনা ডিভিশনের ব্যবস্থাপক মো. আল আমিন খান বলেন, ‘এ ধরনের অবৈধভাবে ফিলিংয়ের কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। কোম্পানির লোকসান হচ্ছে। এছাড়াও জনসাধারণের নিরাপত্তাও হুমকির মুখে।
এ সব অবৈধ রিফিলের সিলিন্ডার ব্যবহারের কারণে অনেক সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।’ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন ৬৮টি সিলিন্ডার, পিকআপ এবং অবৈধ ফিলিং কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ফিলিং স্টেশনের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।