ইমরুল ইসলাম ইমন।।নগরীর হোটেল বিলাসী থেকে তানভীর কবির তপু (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ হোটেলের তৃতীয় তলার ৩১২ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হোটেল বিলাসীর দুই তলার ৩১২নং কক্ষে দুইজন ভাড়া থাকতেন। গত দুইদিন ওই কক্ষের অপরজন বাড়িতে চলে যান। গত রাতে মৃত ওই যুবক কক্ষে ভেতর থেকে আটকিয়ে দিয়ে সেখানে অবস্থান করেন। আজ দুপুরে তার খাবার দিতে গিয়ে দরজায় আঘাত করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের ডাকা হয়। পরবর্তীতে দরজা ভেঙে ওই যুবকের দেহ ঘরের ফ্লোরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।