শেখ নাসির উদ্দীন, খুলনার খবর || খুলনার লবনচরা এলাকার মুরাদ বিন আমজাদ নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া ও প্রকাশ্যে ইসলাম ধর্ম সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য ও ধর্ম বিদ্বেষী মন্তব্য করার প্রতিবাদে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনার নেতৃবৃন্দ।
সোমবার (৭ জুলাই) বেলা ২টায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, তার বক্তব্য বাংলাদেশের সংবিধান, ডিজিটাল নিরাপত্তা আইন এবং দণ্ডবিধির পরিপন্থী। এ ঘটনায় তারা জেলা প্রশাসকের মাধ্যমে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা মোস্তাক আহমদ,খুলনা মহানগর সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন, মহানগর সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, মুফতি জিহাদুল ইসলাম, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা ইলিয়াস জাহানাবাদী, মাওলানা আব্দুল্লাহ কাফী, মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, মুফতি জাকির হুসাইন, ইমদাদুল্লাহ আজমী, মাওলনা সাজ্জাদুল্লাহ রায়হানী,মাওলানা মাছুম বিল্লাহ, মাওঃ ফয়জুল্লাহ সিদ্দিকী, মাওলানা বিলাল শরীফ,মাওলানা নূর হুসাইন, মুফতি শফিকুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।