খুলনার খবর।।খুলনা জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে শহরের টাইগার গার্ডেন সংলগ্ন এনসিপি কার্যালয়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র নষ্ট করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।উল্লেখ্য, একইদিন আওয়ামী লীগের ঘোষিত “শাট ডাউন” কর্মসূচি চলাকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার পরপরই দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে এনসিপি নেতারা অভিযোগ করেছেন,খুনি হাসিনার পেটুয়া বাহিনী দ্বারা আক্রমণ চালানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।