খুলনার খবর।।খুলনা নগরীর শান্তিধাম মোড় এলাকায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি এবং জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিরাজু ইসলাম এর ওপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জাতীয় যুবশক্তি খুলনা জেলা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, হামলাটি পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা শুধু সংগঠনের ওপর নয়, বরং গণতান্ত্রিক অধিকার ও জননিরাপত্তার ওপরও সরাসরি আঘাত।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, হামলাকারীরা স্থানীয় এক সন্ত্রাসী চক্রের সদস্য, যারা অতীতেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা দীর্ঘদিন বিচারহীনতার সুযোগে এলাকায় দাপটের সঙ্গে অপরাধ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে জেলা কমিটির আহ্বায়ক শেখ মাহমুদুল হাসান মাহমুদ এক বিবৃতিতে বলেন,
“এই ন্যক্কারজনক হামলা খুলনার শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। প্রশাসনকে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন,আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই, যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের মুখোমুখি করা হয়। ভবিষ্যতে কেউ যাতে রাজনৈতিক সহিংসতা বা নাশকতার সাহস না পায়, সেই দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।