খুলনার খবর।।খুলনায় বিশেষ অভিযানে পাঁচ লক্ষাধিক জাল টাকাসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতের নাম আব্দুল্লাহ ওরফে নয়ন (২৭)পুলিশ জানায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে (২৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম খালিশপুর থানার বঙ্গবাসী এলাকায় অভিযান চালায়।
এ সময় নয়নকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে মোট পাঁচ লাখ সাত হাজার চারশ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নয়নের বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। জাল টাকার এই চক্রের পেছনে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কেএমপি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।