খুলনার খবর || ১১ মে আনুমানিক সন্ধ্যা ৬:২০ ঘটিকায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বানরগাতী আরামবাগ এলাকায় ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ মামুনুর রশিদ (৫৩), পিতা: মৃত হারুনুর রশিদ, সাং: বানরগাতী আরামবাগ, থানা: সোনাডাঙ্গা, খুলনা মহানগরী।
দীর্ঘদিন থেকে মাদক বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন। এরই জের ধরে একই এলাকার আরামবাগ, থানা: সোনাডাঙ্গা, খুলনা মহানগরী সহ ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলিত হয়ে মামুনুর রশিদকে ধারালো চাপাতি দিয়ে ডান হাতের কব্জির উপরে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে তার আত্মীয়-স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং রাত ০৮:১০ ঘটিকায় তাকে সার্জারি-০২ বিভাগের ১১/১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি উক্ত হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে সোনাডাঙ্গা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।