নিজস্ব প্রতিবেদক।। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআান তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে খুলনায়। মঙ্গলবার ( ২ ডিসেম্বর) আসর নামাজ বাদ নগরীর চানমারী বাজারস্থ আহমাদিয়া এতিমখানা মাদ্রাসায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক, সোহেল আহমেদ এর উদ্যোগে এ দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্ত ও সুস্থতা কামনা এবং সম্প্রতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আহত ও নিহতদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করেন,অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মিসবাহ উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন আহমদিয়া এতিমখানা মাদ্রাসার সুপার মো: খলিলুর রহমান, সাবেক মহানগর যুবদলের সদস্য কাবির আহমেদ বাবু, মো: মোস্তাক শিকদার সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে আহমদিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীরা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনার উদ্দেশ্যে কোরআন খতম দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।