খুলনার খবর।। ৪ নভেম্বর ২৫ খুলনার নিউ মার্কেট এলাকায় অবস্থিত Look’s Glamour Beauty Parlour ভৌগোলিক প্রসার ঘটিয়ে তাদের দ্বিতীয় শাখা উদ্বোধন করেছে। নতুন শাখার লক্ষ্য — গ্রাহকদের জন্য সহজগম্যতা এবং উন্নত মানের সৌন্দর্য-সেবা নিশ্চিত করার লক্ষ্যেই ২য় শাখা চালু করেছে ।
২য় শাখার ঠিকানা: কেডিএ প্লট, মজিদ সরণি মোল্লাবাড়ি মোড়, সোনারডাঙ্গা খুলনা
সেবা সমুহ :নতুন শাখায় একই অভিজ্ঞ টিমসহ— এস-থেটিক লেজার, বায়ো হাইড্র, স্কিন টেসট ও এনালাইস, বায়ো হাইড্র ফেসিয়াল,
ব্রাইডাল মেকওভার, হেয়ার ট্রিটমেন্ট, ফেসিয়াল, স্পা, মিল্ক/হাইড্রা–ফেসিয়াল, ম্যানিকিউর/পেডিকিউর, পার্টি মেকওভারসহ সব জনপ্রিয় সেবা চালু থাকবে।
উদ্বোধনের সাথে সঙ্গে — ডিসেম্বর মাস জুডে ৫০% বিশেষ ছাড় ও অফার চালু থাকবে নতুন গ্রাহকদের জন্য। সোশ্যাল মিডিয়া ও বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিসকাউন্ট এবং “ধামাকা অফার” ঘোষণা করা হয়েছে।
কর্ণধর বলেন : “নতুন শাখা খোলার কারণ হলো আগের শাখায় ভীড় ও সার্ভিসের চাহিদা বৃদ্ধি থাকায় — যাতে উপযুক্ত জায়গা ও আরামদায়ক পরিবেশে গ্রাহকরা সুবিধা পায়”।
নতুন শাখার সময়: সকাল ১০ টা – রাত ৯টা (যেমন পুরোনো শাখাতে বলেছে)
যাঁরা সৌন্দর্য-পরিচর্যা বা বিয়ের সাজ পছন্দ করেন, তাঁদের জন্য অতিরিক্ত সুবিধা — ব্রাইডাল-প্যাকেজ, বৌ-সাজ, পার্টি মেক-আপ ইত্যাদির ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে বলে জানিয়েছেন বিউটি পার্লারের কর্ণধর।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাঈদ আলী মাসুদ (স্যাম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুবা আক্তার শানু (মিম বিউটি) পার্লারের কর্ণধর, নিলুফা ইয়াসমিন নীল (লেডি মন) বিউটি পার্ল
প্রধান অতিথির আগমনেই কেক কেটে উদ্বোধনের করেন, গ্রাহকের চাহিদা ও সেবার মান থাকায়, গ্রাহকদের জন্য -৫০℅ জন্য অফার প্যাকেজ থাকবে বলে নিশ্চিত করেন পার্লারের কর্ণধার।
নতুন এই শাখা খুলনায় সৌন্দর্য-সেবা চাহিদা বৃদ্ধি ও গ্রাহকদের সুবিধা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। যারা আগে “লোকেশনের কারণে” বা সময়ের কারণে পার্লারে যেতেন না, তাঁরা এখন সহজেই মানসম্মত সেবা পাবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।