খুলনার খবর।।শীতের প্রারম্ভে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শুক্রবার (১২ ডিসেম্বর ২৫) খুলনার শেরেবাংলা রোড লায়ন্স স্কুল অডিটরিয়াম প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমটি পরিচালনা করেছে বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ ( বিএস এস পি) তরুণ সহযোগী সংগঠন, খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে (BSSP), যেখানে ৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আব্দুস সামাদ রুবেল (কেন্দ্রীয় সভাপতি)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মান্নান বাবুল, সহকারী অধ্যাপক খুলনা পাবলিক কলেজ, আবু আসলাম বাবু উপদেষ্টা চ্যানেল এস, সাইফুল মিনা মহাপরিচালক নতুনতারা, শরিফ হোসেন যুগ্ন সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন এস এম নাজমুল হাসান সভাপতি বিএসএস পি খুলনা বিভাগ,সঞ্চালনায় মোঃ হুমায়ুন কবির সম্পাদক খুলনা বিভাগ সহ বিভাগীয় প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , “শীতকাল অনেকের জন্য আনন্দের হলেও, অনেকের জন্য এটি কষ্টের। যাদের কাছে পর্যাপ্ত পোশাক বা আশ্রয় নেই, তাদের সহায়তার জন্য শীতবস্ত্র বিতরণ করা আমাদের মূল উদ্দেশ্য। সমাজে অর্থবিত্তশালী ব্যক্তিরা পাশে দাঁড়ালে এ কার্যক্রম আরও বড় পরিসরে বাস্তবায়ন করা সম্ভব হবে।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তারা শীতের সময় দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন। স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।