খুলনার খবর।। খুলনা মহানগরীর সরকারি যমুনা ও মেঘনা তেল ডিপোর রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি করায় ট্যাংকলরী শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা হুশিয়ারি দিয়েছেন, রাস্তাটির নির্মাণ কাজ দ্রুত শেষ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকাল বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় সরকারি যমুনা তেল ডিপোর প্রবেশদ্বারে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতারা এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তাটি চলতি বছরের জুন মাসে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাণ শুরু হলেও মৌলোর দোকানের সামনে এসে হঠাৎ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যমুনা ও মেঘনা তেল ডিপোর ট্যাংকলরীসহ জ্বালানি পরিবহন চলাচলে ব্যাহত হচ্ছে এবং পথচারীরাও ভোগান্তিতে পড়ছেন।
বিক্ষোভকালে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলি আজিম, পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী মোশারেফ হোসেন, এছাড়া আবু জাফর, মোঃ আল আমিন, মনিরুজ্জামান খোকন, মোঃ জাকির হোসেন, মিজনুর রহমান মিজু, এমদাদুল হক, সোহরাব হোসেন হওলাদার, ফিরোজ হাওলাদার, মাসুম হোসেন, জুয়েল শিকদার, সবুজ শেখ, মনসুর ব্যাপারি প্রমুখ নেতৃবৃন্দ।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, প্রতিদিন প্রায় ৩ শতাধিক ট্যাংকলরী যমুনা ও মেঘনা তেল ডিপোর মধ্যে যাতায়াত করে। তবে স্থানীয় এক পক্ষ সরকারি রাস্তার জমি নিজের দাবি দেখিয়ে রাস্তাটির নির্মাণ কাজ বাধাগ্রস্ত করছে, যা দৈনন্দিন লরি চলাচলে বড় জটিলতা সৃষ্টি করছে।
খুলনা সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী এফ.এম. ফয়সাল বলেন, “স্থানীয় এক বাড়িওয়ালা আমাদেরকে আপত্তি জানিয়েছেন এবং রাস্তার ৫০ ফিট অংশ নির্মাণে বাধা দিচ্ছেন। যদি এলাকাবাসী সমর্থন দেন, আগামীকাল থেকে কাজ পুনরায় শুরু করা হবে।”
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত সমস্যা সমাধান হলে যমুনা ও মেঘনা তেল ডিপোর রুটের পরিবহন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং ট্যাংকলরী শ্রমিকদের দৈনন্দিন কাজের ব্যাঘাত কমবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।