খুলনার খবর।।খুলনার নিউমার্কেট এলাকায় বৃহস্পতিবার (৪ ঠা সেপ্টেম্বর ২৫ ) সকালে এক মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দিনের বেলায় ( সকাল -৯:৪০ – ৯: ৫৫) হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি নিউ মার্কেট এর দোতালায় (দোকান নং – ২২১) মোবাইলের দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দ্রুতগতিতে মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। এ সময় দোকান মালিক ও কর্মচারীরা সেখানে কেউ উপস্থিত ছিলেন না যা ভিডিও ফুটেছে দেখা যায়। দোকানের কর্মচারীরা সকালবেলায় দোকান খুলতে গিয়ে দেখেন এই অবস্থা। পরবর্তীতে মার্কেটের কর্তৃপক্ষ, নিরাপত্তা কর্মী, আইন-শৃঙ্খলা বাহিনীকে তারা অবহীত করলে ঘটনার স্থলে তারা দ্রুত ছুটে আসেন।
ঘটনার পরপরই স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চুরির শিকার দোকানের মালিক জানিয়েছেন, আনুমানিক ৪০ টি মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ২০ লক্ষাধিক টাকার মোবাইল ও প্রায় ৬ লক্ষ টাকা নগদ অর্থ নিয়ে গেছে দুর্বৃত্তরা। যা দোকান মালিক কর্তৃপক্ষ গণমাধ্যমের সামনে জানিয়েছেন।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানা অফিস ইনচার্জ শরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের এক কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
স্থানীয় ব্যবসায়ী নেতারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।