খুলনার খবর।।খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের নির্বাচনে সৈয়দ জাহিদ হোসেন ও মফিজুর রহমান প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকালে উৎসবমুখর পরিবেশে মালিক গ্রুপের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।এই প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতির দুটি পদে মোঃ কামাল হোসেন ও কাজী ফেরদৌস হোসেন, মহাসচিব পদে মফিজুর রহমান, যুগ্ম মহাসচিবের দুটি পদে শাহাদাৎ হোসেন মল্লিক ও মফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গণি।
পরিচালকের – পদে প্রার্থী হয়েছেন আবদুল মতিন তালুকদার, এস এম আসাদুজ্জামান, এস কে তানজিম আহমেদ ফারিন, এস এম আসিফ মঈন, কে এম আবদুস সালাম, বশির উদ্দিন আহম্মেদ, ওমর ফারুক মিঠু, জোবায়ের রহমান মিয়া, মোঃ জোবায়ের হোসেন, ফারুক আহম্মেদ খান, শফিকুল ইসলাম, শামীম তালুকদার, শামীম হোসেন ও মোঃ কামরুজ্জামান।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থী ছাড়াও সাবেক যুগ্ম মহাসচিব হাফিজুল ইসলাম চন্দনসহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২৭ সেপ্টেম্বর নৌ পরিবহন মালিক গ্রুপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।